বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে অবৈধ মাটি খনন ও পাচার অব্যাহত : খুরুসকুলের বেড়িবাঁধ হুমকি মুখে...

কক্সবাজারে অবৈধ মাটি খনন ও পাচার অব্যাহত : খুরুসকুলের বেড়িবাঁধ হুমকি মুখে ।। পানি উন্নয়ন বোর্ড নিরব দর্শক

আবুল কালাম আজাদ, সিনিয়র করেসপনডেন্ট :

কক্সবাজারের সদর উপজেলার খুরুসকুল ইউনিয়নের তিন নং ওয়াড়ের রাস্তার পাড়া সর্বশেষ অংশে সাগর পারে সরকারী বেড়িবাঁধ সংলগ্ন জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রয়ের হিড়িক পড়েছে | ভূয়া রাজনীতির দলের নেতার পরিচয় দিয়ে কতিথ নামধারী মস্তানেরা গত ১৫/২৫/ দিন ধরে মাটি কাটা ও পাচার অব্যাহত রেখেছে |

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মের নামে দোহাই দিয়ে ট্রাকে ট্রাকে করে মাটি পাচার করে যাচ্ছে তারা |এর কারণে বাঁধ ধসে গেছে সাইট ভেংগে যাচ্ছে | আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাধ ভেঙ্গে শতশত একর জমি অনাবাদি পড়ে থাকার আশংকা রয়েছে। স্থানীয় কতিপয় অন্ত্রধারী ও মস্তান বিভিন্ন মামলার আসামীরাও রয়েছে||

জানাগেছে , একটি শক্তি শালী ৭/১০জনের সিন্ডিকেটের দল | তারা কক্সবাজার পনি উন্নয়ন বোর্ড়ের বেড়ি বাঁধের জায়গার অংশ খানা দিয়েছে | নিজের বাপদাদার জমিনের মত সেখান হতে মাটি খনন করে অবাধে বিক্রয় করে আসছে | কতিপয় পানি উন্নয়ন বোড়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে গোপনে আতাত করে বীর দর্পে মাটি নিয়ে যাচ্ছে বলে সূত্রে প্রকাশ | যার  ফলে বেড়ি বাঁধ হুমকি মুখে পড়েছে | এ ব্যাপারে সংশিষ্ট বিভাগ নির্বিকার |

জানা গেছে কেউ প্রতিবাদ করলে প্রকাশ্য অস্ত্র উপচিয়ে গুলি করে হত্যা করবে বলে হুমকি প্রদর্শন করে থাকে তারা লোকজনকে | চৌফলন্ডী ব্রিজ ও কক্সবাজার পানি উন্নয়ন বোড়ের আওতাধীন  ৬০/১ নং পোল্ডারে এলাকা হতে মাটি খনন করে নিয়ে যাচ্ছে |দেখার কেউ নেই | প্রশাসন নিচুপ থাকায  এখন ইয়ারা পাচার ও চোরাকরবারী ,অস্ত্রধারী মস্তাদের নিবাপদ জোনে পরিনত হয়েছে |সন্ধ্যার পর ঔ এলাকা দিয়ে মানুষ নিরাপদে চলা ফেরা করতে পারছেনা |

সম্প্রতি ছিনতাই ও ডাকাতিরও অনেক ঘটনাঘটেছে | বিভিন্ন সময় পুলিশ অভিষান চালিয়ে তাদেরকে ধরতে পারেনি | এ পর্যন্ত তাদের কাজ তারা বিনাবাধায় চলিয়ে আসছে | তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খোলে কিছু বলতে পারেনা |

স্থানীয়রা জানান বেড়িবাঁধ এলাকায় একশত হতে দেড় শতের মত অবৈধ ভাবে রাতা রাতি বসতি গড়ে উঠেছে |
তারা জানায় , তাদের কাছ হতে হাজার হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায় করেছে চাঁদাবাজেরা | সুত্রে প্রকাশ ঐ এলাকায় ইয়াবা ও অবৈধ অস্ত্র সমুদ্র পথে আসছে পরে দেশে বিভিন্ন স্থানে পাচার হচ্ছে |

যার ফলে মস্তান ও চোরা কারবারীদের নিরপদ ঘাঁটিতে রুপ নিয়েছে  |এ দিকে স্থানীয়দের অভিযোগ সরকার মানুষের যানমাল ও সহায় সন্পদের নিরাপত্তার নিমিত্তে জলয়াচ্ছাস , ঘুর্ণিঝর্ড় ,হ্যারিক্যান ,আইলা ,সহ নানান দুর্যোগের মোকাবিলার জন্য কোটি কোটি টাকা খরচ করে দীর্ঘ বেড়িবাঁধটি নির্মিত করা হয়েছে জনগনের স্বার্খে | এ বেড়িবাঁধের জায়গা হতে  বেআইনি ভাবে গায়ের জোরে মাটি খনন করে পাচার অব্যাহত রেখেছে | এর ফলে বিভিন্ন অংশ হুকির মুখে পড়েছে বেড়াবাঁধ |

প্রত্যাক্ষদর্শিরা ও স্থানীয়বা বলেন চলতি বছর বর্ষাকাল ও প্রবল জোয়ারের পানি আর জলয়াচ্ছাসে আঘাত আনলে অতি সহজে ভেগে যাবার আশংকা করা হচ্ছে ||যদি এই অবস্থায় চলতে থাকলে বাঁধ ধংস হয়ে এলাকায় নোনা পানি ডুকে হাজার হাজার একর জমির চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা রয়েছে |

এলাকাবাসী জানান,  তদন্ত পূর্বক জড়িতদের কে খোঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছে প্রশাসনের কাছে |

RELATED ARTICLES

Most Popular

Recent Comments