বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে ‘অস্ত্র তৈরির কারখানা’

কক্সবাজারে ‘অস্ত্র তৈরির কারখানা’

নিউজ ডেস্ক::

কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি ও ব্যবসায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছেন বাহিনীর এক কর্মকর্তা।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

“সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
“র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।”

আটকরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান এএসপি মিনতানূর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments