বাড়িকক্সবাজারকক্সবাজারে ইয়াবাসহ মানবাধিকার কর্মী আটক

কক্সবাজারে ইয়াবাসহ মানবাধিকার কর্মী আটক

নিউজ ডেস্কঃ-

কক্সবাজার বিমানবন্দর থেকে ৪ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) কর্মীকে আটক করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এ সময় বামাকায়ের ওই কর্মীর সহোদর ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে বেসরকারি বিমান নভোএয়ার একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রামু উপজেলার খুনিয়া পালং ইউপির দারিয়ারদীঘি গ্রামের বাসিন্দা আবু তৈয়বের ছেলে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর উপজেলা কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হারুন (৩২) ও তার সহোদর আলম শাহ (১৯) এবং সৈয়দ আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২০)।

বিমানবন্দর সূত্র জানায়, বেসরকারি বিমান নভোএয়ার যোগে তারা ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু স্ক্যানিং মেশিনের সংকেত পেয়ে তাদের সঙ্গে আনা লাগেজ তল্লাশী করা হয়। সেখানে এসব ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজারে একেএম সাঈদুর জামান বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তথ্যের সত্যতা স্বীকার করে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সুত্র- জাগো নিউজ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments