বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না

কক্সবাজারে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না

নিজস্ব প্রতিবেদকঃ-

শুক্রবার (১৭ এপ্রিল) করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না। কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার নমুনা নেগেটিভ আসে। কক্সবাজারের মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া সিবিএনকে এই তথ্য নিশ্চিত করেন।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্ববধায়ক মহিউদ্দীন জানান, শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে সদর হাসপাতালে ভর্তি হওয়া একজন নারী (৫০) রোগী ভর্তি হওয়ার আধাঘন্টার মধ্যে মারা যান। রোগীটি মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছিলো। রোগীটি করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার দেহের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার মেডিকেল কলেজের দেয়া রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়েছে।

রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা মারা যাওয়া ওই রোগী আগে থেকেই এ্যাজমা ও ডায়াবেটিস ছিলো। এসব রোগের প্রকোপ বেড়ে গিয়ে তিনি মারা গেছেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments