বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে এনজিও’র জীপের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

কক্সবাজারে এনজিও’র জীপের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

বিশেষ প্রতিবেদক:-

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে একটি এনজিওর জীপের ধাক্কায় আবদুর রশিদ কোম্পানী (৫৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় উত্তরণ আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবদুর রশিদ কোম্পানী স্থানীয় বাসিন্দা এবং পেকুয়া মগনামার মরহুম লাল মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আবদুর রশিদ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ‘হ্যান্ডিক্যাম’ নামের একটি এনজিও’র জীপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে স্থানীয় জনতা ধাওয়া করে এনজিও’র জীপটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, ঘাতক জীপটি পুলিশী হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments