বাড়িকক্সবাজারকক্সবাজারে এবার ৬ নির্দেশনা মানতে হবে ঈদের নামাজে

কক্সবাজারে এবার ৬ নির্দেশনা মানতে হবে ঈদের নামাজে

[WD_Button id=20227]

বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি সংক্রমিত রোগ করোনাভাইরাসের কারণে এবারের পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্বাভাবিক নিয়মে হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে এবারের ঈদের জামাত করতে ৬টি নির্দেশনা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। ঈদের নামাজ পড়তে হলে ওই ৬ নির্দেশনা মেনেই পড়তে হবে।

বৃহস্পতির (২১ মে) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম হলরুমে ঈদুল ফিতর ও জমায়েত বিষয়ে এক সভা হয়েছে। ওই সভাতে মসজিদে ঈদের নামাজ পড়তে কিছু নিয়ম ঠিক করে দেয়া হয়।

৬ দফা ওই নির্দেশনার মধ্যে আছে-
১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।

২. মসজিদে ১ ঘন্টা পরপর একাধিক জামাত হবে।

৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।

৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷

৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।

কক্সবাজার জেলা প্রশাসক তাঁর ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেন, নিজেদের স্বার্থে নির্দেশনা মেনে চলি, সুস্থ থাকি। সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানাই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments