বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

কক্সবাজারে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার থেকে।।। 

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। কালুর দোকান, খুরুশকুল রাস্তার মাথা, বড়বাজার, বাহারছড়া ,বার্মিজ মার্কেটসহ নানা স্থানে ভারি বর্ষণে দুর্ভোগে পড়েছেন লোকজন। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপ বিরাজ করছে। লঘুচাপের প্রভাবে টানা প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আরও দুয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে এখন কক্সবাজার শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন। অপরিকল্পিতভাবে নানা স্থাপনা গড়ে ওঠায় এ সমস্যা আরও প্রকট হয়েছে।

পাহাড়ি ঢলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। ভঙ্গুর সড়কগুলো আরও ভঙ্গুর হয়ে বেহাল দশায় পরিণত হচ্ছে। এর মধ্যে কক্সবাজার শহরের প্রধান সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। শহরের প্রধান সড়কের খুরুশুকল রাস্তার মাথা সংলগ্ন স্থানে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। সেখানে গর্ত হয়ে বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার পাহাড়ি এলাকা গুলোতে পাহাড় ধসের ব্যাপক ঝুঁকি দেখা দিয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন দৈনিক অধিকারকে জানান, কক্সবাজার জেলা প্রশাসন এই ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে। এলাকায় মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য আহবান করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে রেসকিউ টিম।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments