বাড়িকক্সবাজারকক্সবাজারে তিন রেস্তোরাঁকে ৭৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে তিন রেস্তোরাঁকে ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে কক্সবাজারে তিন রেস্টুরেন্টকে ৭৫ হাজার  টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর   কক্সবাজার।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

তিনি জানায়, শহরের কলাতলী এলাকায় অবস্থিত ফেনী রেস্টুরেন্ট এন্ড বিরাণী হাউজ, মা রেস্তোরা এবং ফেনী রেস্টুরেন্ট এন্ড বিরাণী হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্রিজে এবং রান্নাঘরে খাবার সংরক্ষণে চরম অব্যবস্থাপনা দেখা যায়। এই সময় প্রত্যেক রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ২৫ হাজার টাকা করে জরিমান এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন  সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments