বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন

কক্সবাজারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন

কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘অরুণোদয়’-প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন।

একই সঙ্গে অরুণোদয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসও উদ্বোধন করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক ও অরুণোদয়ের প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব শেখ ইউসুফ হারুন।

পরে উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিসহ অন্যান্য অতিথিরা।

একইদিনে অরুণোদয়ে অটিজম ম্যানেজমেন্ট বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসন ও এর যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল অরুণোদয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি মিশন চীফ ম্যানুয়েল মারকুইস পেরেইরা ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আল আমিন পারভেজ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments