বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে মাঠে নামলো সেনাবাহিনী

কক্সবাজারে মাঠে নামলো সেনাবাহিনী

[maxbutton id=”2″ ]

সারা দেশের সঙ্গে নির্বাচনী সহিংসতা রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজিবির পর সেনাবাহিনী মাঠে নেমেছে। যেকোনো সময় মাঠে নামবে র‌্যাবও। আজ সোমবার সকাল থেকে চকরিয়া-পেকুয়ায় টহল শুরু করেছে সেনাবাহিনী। এতে নিরাপত্তাবলয় আরও জোরদার হলো বলে সাধারণ মানুষের অভিমত।
চকরিয়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, এ উপজেলায় সহিংসতা রোধে গত ২০ ডিসেম্বর থেকে ১৬০ জন বিজিবি সদস্য মাঠে রয়েছে। আজ সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনীর ১শ’ সদস্য। এই সংখ্যা আরও বাড়তে পারে। আজকালের মধ্যে র‌্যাব টিমও মাঠে নামবে বলে জানান তিনি।
পেকুয়া উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব-উল করিম জানান, সকাল থেকে সেনাবাহিনীর ৬৫ জন সদস্য মাঠে নেমেছে। কয়েকদিনে মধ্যে সেনাবাহিনীর আরও সদস্য তাদের সঙ্গে যোগ দেবে। আগে থেকেই মাঠে রয়েছে বিজিবির ১৩৪ জন সদস্য। এছাড়া লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহাতাবের নেতৃত্বে আজকালের মধ্যে র‌্যাব টিমও মাঠে নামবে।
সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সহিংসতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments