বাড়িকক্সবাজারকক্সবাজারে ‘রেড জোনে’ সব দোকান বন্ধ, কাঁচাবাজার খুলবে সপ্তাহে দুইদিন

কক্সবাজারে ‘রেড জোনে’ সব দোকান বন্ধ, কাঁচাবাজার খুলবে সপ্তাহে দুইদিন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌর এলাকায় সংক্রমিত রোগ করোনাভাইরাস ঠেকাতে এবার কড়াকড়াটি করছে প্রশাসন। আগামিকাল শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে শুরু হচ্ছে ১৪ দিনের ‘লকডাউন’। শেষ হবে আগামি ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।

আগে লকডাউনে প্রতিদিন সীমিত আকারে কাঁচাবাজার খোলা থাকলেও এবার ব্যতিক্রমী ঘোষণা এসেছে। এই ১৪ দিনে শুধু বৃহস্পতিবার ও রোববার ছাড়া কোন ভাবেই কাঁচা বাজার খুলতে পারবে না। তাও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তবে এই সময়ে একমাত্র ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান, মার্কেট, বাজার, হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শুক্রবার (৫ জুন) ‘ইউএনও কক্সবাজার সদর’ ফেসবুক একাউন্টে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেনের রেড জোন সম্পর্কিত ৭টি নির্দেশিকা প্রকাশ করেছেন। ওই নির্দেশনায় এমনতর নির্দেশনা দেয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments