বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ১

রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কক্সবাজারে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উখিয়া উপজেলার জামতলী এলাকার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের মৃত আবু আহাম্মদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জাকির হোসেন তার বসতঘর সংলগ্ন জামতলী রোহিঙ্গা শিবির এলাকায় একটি ছোট দোকানের ব্যবসা করত। দোকানের আশপাশে রোহিঙ্গাদের ময়লা-আবর্জনা ফেলার কারণে প্রায় সময় তাদের সঙ্গে জাকিরের বাকবিতণ্ডা হতো। গত শুক্রবার ময়লা ফেলার বিষয়ে তর্কের এক পর্যায়ে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় জাকিরকে উদ্ধার করে শিবিরের মধ্যে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সবশেষে রবিবার দুপুরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সলিম উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। পাশাপাশি অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments