বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে শিক্ষার্থীরা পেল বিশ্বসাহিত্য কেন্দ্রের বই

কক্সবাজারে শিক্ষার্থীরা পেল বিশ্বসাহিত্য কেন্দ্রের বই

কক্সবাজার প্রতিনিধি |

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় অন্তর্ভূক্ত হলো কক্সবাজারের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ৬ শতাধিক বই তুলে দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

শনিবার বেলা ১১ টায় মোবাইল ফিনান্সসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচির সম্প্রসারণ এর অংশ হিসেবে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল, ইসলামিয়া বালিকা কামিল মাদ্রাসা এবং সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ, বিকাশ লিমিটেডের মহাব্যবস্থাপক (রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) হুমায়ুন কবির ও কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন। এতে দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বসাহিত্য কেন্দ্র সূত্র জানায়, স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সাথে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ২০১৮ সালে ৩৮ হাজার বই’সহ গত ৫ বছরে প্রায় ১ লাখ ৭৮ হাজার কপি বই দেওয়া হয়েছে।

দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’ গত ৪০ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রম এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় প্রায় ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ লাখ ছাত্র-ছাত্রী অন্তর্ভূক্ত আছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সবাই যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারতো তাহলে দেশ অনেক আগেই বদলে যেত। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থী শুধুমাত্র সার্টিফিকেট নিয়েই বের হয়। যার কারণে তারা তেমন কোনো অবদান রাখতে পারে না। তাই ছাত্র জীবনের শুরু থেকেই নিজেকে ধীরে ধীরে যোগ্য করে গড়ে তুলতে হবে। এই জন্য দরকার প্রচুর বইপড়া। বইপড়ে যে জ্ঞান অর্জন করা যায়, সেটি প্রাতিষ্ঠানিক শিক্ষায় সম্ভব নয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments