বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৩৫ টি স্থানে ফ্রী ওয়াইফাই...

কক্সবাজারে ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৩৫ টি স্থানে ফ্রী ওয়াইফাই উদ্ভোধন

শাহ মুহাম্মদ রুবেল , কক্সবাজার ।

পর্যটন নগরী কক্সবাজারের ৩৫টি পয়েন্টে ৭৪টি ওয়াই ফাই রাউটারে ৭ হাজার ৪’শ ব্যাক্তি একসাথে এইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে, প্রত্যেক রাইডারে ৩০মিটার এলাকা জুড়ে ইন্টারনেট এক্সেস পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

শনিবার (১৫ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) আয়োজিত প্রি ওয়াই ফাই জোন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজারের ২হাজার ৮’শ ২৭ বর্গমিটার এলাকাকে প্রি ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। প্রতিদিন ৫হাজার পর্যটক সর্বাধুনিক এ উচ্চ গতির প্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে। এই প্রকল্প বাস্তাবয়ন করতে সরকারের ব্যায় হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি জানান।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে এসময় কক্সবাজার সদর- রামু আসনে সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, চকরিয়া-পেকুয়ার আসনের সাংসদ আলহাজ্ব জাফর আহম্মেদ বিএ অনার্স এমএ, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজার উন্নয়ন কতৃক্ষের চেয়ারম্যান অবঃ লেঃ কর্ণেল ফোরকান আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবকাল হোসাইন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কক্সবাজার সরকারী কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments