বাড়িকক্সবাজারকক্সবাজারে ২৩ মামলায় দুই ভাই গ্রেপ্তার

কক্সবাজারে ২৩ মামলায় দুই ভাই গ্রেপ্তার

শাহ্‌ মুহাম্মদ রুবেল, নিউজ কক্সবাজার।

কক্সবাজাররে পুলিশের নিয়মিত অভিযানে ২৩ মামলার আসামি দুই ভাই কায়ছার ও মামুনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত সোমবার (৩১ মে) রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের দুইজনকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃত মামুন এনং কায়ছার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে । তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন, পাহাড় কাটা, জমি দখলসহ মোট ২৩টি মামলা রয়েছে।

এগুলো হলো- জি,আর ২৫/১৫ (সদর) ২০১৫। জি,আর ২৩/১২ (সদর) সদর থানার এফআইআর নম্বর ৫৯/২৯৫ ২২ মার্চ ২০১৯। সদর থানার এফআরআর নাম্বার ৪৪/২৮০ তারিখ ১৮ মার্চ ২০১৯। সদর থানার এফআইআর নাম্বার ২৪/১০৭৯ তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭। সদর থানার এফআইআর নাম্বার ১৮/১৮ তারিখ ৮ জানুয়ারী ২০১৮। সদর থানার এফআইআর ৪৯/৬০৮ তারিখ ১০ জুন ২০১৭। সদর থানার এফআইআর নাম্বার ১৮/৯০৮ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭। সদর থানার এ্ফআইআর ৭৪ তারিখ ২০ আগষ্ট ২০১৪।

এছাড়া সদর থানার মামলা নাম্বার ৮২ জি.আর মামলা ১৩৭৮, ২০১৯। সদর থানার এফআইআর নাম্বার ৮০/১৯ তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯। সদর থানার এফআইআর ৩১/২০ তারিখ ১৫ জুন ২০২০। সদর থানার এফআইআর নাম্বার ৮১/১৯ তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯। সদর থানার এফআইআর নাম্বার ২৪ তারিখ ১৯/১২/১৭। সদর থানার এফআইআর নাম্বার ৬৯/১৮ তারিখ ২৬/১০/১৮। সদর থানার এফআইআর নাম্বার ১৮ তারিখ ১৫/৯/১৭। সদর থানার এফআইআর নাম্বার ৪৪/১৯ তারিখ ১৭/৩/২০১৯। জি,আর ২৩/১৩। সদর থানার এফআইআর নাম্বার ২৫/১৫ তারিখ ৯/১/১৫। সদর থানার এফআইআর ১১/১৯ তারিখ ২/৬/১৯ জি,আর ৬২৮/১৯। জি,আর ৭৫৪/২০১১। নারী শিশু নির্যাতন দমন মামলা ৭৫৪/২০১১।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আমরা কক্সবাজার শহরকে সন্ত্রাসমুক্ত করতে চাই। সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আসতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments