বাড়িকক্সবাজারউখিয়াকক্সবাজারে ৫ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ৫ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

 

কক্সবাজার জেলার রামু ও উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ টি প্রতিষ্টানকে ৬৭ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫। গত ১৮ এপ্রিল (রবিবার) দুপুর দেড়টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের সহায়তায় এসব জরিমানা করা হয়।

 

অবৈধ ৩ টি ইট ভাটা, এইচ এ এম ব্রিক ফিল্ড, এস বি এম ব্রিক ফিল্ড এবং বি কে বি ব্রিক ফিল্ড উভয়কে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, সরকারী সনদ ব্যতীত রোগী দেখাসহ মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের দায়ে মাস্টার মেডিকল সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং সীলগালা করে এক সপ্তাহের জন্য সাময়িকভাবে বন্ধ ও ভেজাল খাদ্য ও পরিমানে কম দেয়ার দায়ে মধুবন মিষ্টির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অবৈধ ইট ভাটা, সরকারী সনদ ব্যতীত রোগী দেখাসহ মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় এবং ভেজাল খাদ্য ও পরিমানে কম দেয়া এসব অপরাধের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments