বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার উত্তর বন বিভাগের অভিযানে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

কক্সবাজার উত্তর বন বিভাগের অভিযানে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার। 

কক্সবাজার উত্তর বন বিভাগ এবং বাঘখালী রেঞ্জের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করা হয়েছে।
১৩ মার্চ (শুক্রবার) ভোররাত ৩ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টানা ৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর এক অভিযানে এসব কাঠ উদ্ধার করা হয়।

কক্সবাজারের রামু উপজেলা সদরের আশেপাশে যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক এবং বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম আতা এলাহী। অভিযানে ৩৬ টি  গর্জন ও তেলসুর লম্বা তক্তা জব্দ করা হয়। অপরদিকে ২ টি স-মিলে অভিযান চালিয়ে আনুমানিক ১০০০ আর এফ সেগুন বল্লী এবং ৫০ ঘনফুট বিবধ গোলকাঠ জব্দ করা হয়।

বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম আতা এলাহী বলেন, পাচারকারীরা রাতের অন্ধকারে গাছ কেঠে পাহাড়ের পাদদেশে স্তূপ করে রেখেছিল। আমরা খবর পেয়ে বনকর্মীদের সাথে নিয়ে এসব উদ্ধার করি। তবে পাচারকারী দলের কাউকে আটক করা যায়নি।

শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে কক্সবাজার রামু উপজেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার উত্তর বন বিভাগ ও বাঘখালী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বিপুল পরিমাণ চোরাই কাঠ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হবে।

তিনি আরও বলেন,  এ বিশাল বনভূমির নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণে বন বিভাগ বদ্ধপরিকর। এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments