বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার কারাগারে শাহাজান আনচারী ও একরাম গ্রুপের মধ্যে দুই দফা মারামারি

কক্সবাজার কারাগারে শাহাজান আনচারী ও একরাম গ্রুপের মধ্যে দুই দফা মারামারি

নিজস্ব প্রতিবেদকঃ-

কক্সবাজার জেলা কারাগারে আত্মসমপর্ণকারী দুই ইয়াবা গডফাদার গ্রুপের মধ্যে দুই দফা মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে ও দুপুরে ইয়াবা গডফার শাহাজান আনচারী ও একরাম গ্রুপের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেল সুপার মোকাম্মেল আহমদ। তিনি জানান, টেকনাফের ইয়াবা গডফাদার একরাম জামিনে বের হতে আরেক গডফাদার শাহজান আনচারীকে টাকা দিয়েছেন দাবি করে বাড়াবাড়ির এক পর্যায়ে এই মারামারির সূত্রপাত হয়।

বৃহস্পতিবার সকাল ও দুপুরে দুই দফা তাদের মারামারির হয়। তাদের সঙ্গে যোগ দেন দু’জনের সমর্থক ও স্ব-স্ব উপজেলার কিছু হাজতি।
তবে এতে কেউ হতাহত হয়নি জানিয়ে- প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেল সুপার।

সূত্রে জানা যায়,ইয়াবা গডফাদার শাহাজান আনচারী আত্মসমপর্ণের পর সরকারি প্রক্রিয়ায় বের হতে সময় লাগতে পারে শুনে জামিনে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন। কক্সবাজার জেলার সরকারদলীয় শীর্ষ এক নেতা তাকে জামিনে দ্রুত বের করার আশ্বাস দেন।

এরই প্রেক্ষিতে কয়েকজন ইয়াবা গডফাদার শাহাজান আনচারীর কাছে টাকা দিয়েছেন একই সঙ্গে জামিনে বের হওয়ার আশায়। কিন্তু সে প্রক্রিয়া এখানো পর্যন্ত সফল না হওয়ায় তাদের মধ্যে বহুবার হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সূত্রে জানাগেছে।

উল্লেখ্য ২০১৮ সালের ১৬ ফ্রেব্রুয়ারি টেকনাফের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আত্মসমপর্ণ করেন ১০২জন ইয়াবা কারবারি। তাদের মধ্যে শাহাজান আনচারী ও একরাম অন্যতম ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments