বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার জেলা পুলিশকে আইসিআরসির ২৫০ বডি ব্যাগ হস্তান্তর

কক্সবাজার জেলা পুলিশকে আইসিআরসির ২৫০ বডি ব্যাগ হস্তান্তর

ডেস্ক নিউজঃ-

ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (আইসিআরসি), কক্সবাজার জেলা পুলিশকে ২৫০ টি বডি ব্যাগ হস্তান্তর করেছে। আজদুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এর কাছে আইসিআরসি, কক্সবাজার অফিস প্রধান আরনো ল্যোকলে্‌কব্যাগগুলো হস্তান্তর করেন।

উখিয়া ও টেকনাফের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কতৃপক্ষগুলোকে মৃতদেহ ব্যবস্থাপনায় সহায়তার জন্য এ বডি ব্যাগগুলো দেয়া হয়েছে।

মূলত প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো দুর্যোগের কারণে মৃত্যুবরণকারীদের মৃতদেহের ব্যবস্থাপনায় সহায়তার জন্য এ বডি ব্যাগগুলো দেয়া হচ্ছে।

হস্তান্তর অনুষ্টানে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং আইসিআরসি, কক্সবাজার অফিসের এডভাইজার টু হেড অফ অফিস এইচ এম ইমরান , কমিউনিকেশন প্রোগ্রাম ম্যানেজার ওমর ঘিয়াসি এ সময় উপস্থিত ছিলেন।

২০১৭ সালের আগস্টের পর থেকে রাখাইন সংকটের মোকাবেলায় কক্সবাজারে ইতিমধ্যে আইসিআরসি বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড এবং পুলিশকে ৩৫০ টি বডি ব্যাগ দিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments