বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলী

কক্সবাজার পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলী

শাহজাহান চৌধুরী শাহীন ।।

সেনা বাহিনীর মেজর (অবঃ) সিনহা মো.রাশেদ খানকে হত্যার ঘটনার পর আলোচনায় উঠে আসা কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম বারকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে । নতুন এসপি হয়ে কক্সবাজার আসছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উক্ত আদেশে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এতে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার (এসবি) মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএমকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএমকে পুলিশ সুপার রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পদে দায়িত্বপালনকালীন সময়ে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এবিএম মাসুদ হোসেন কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments