বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার বিমানবন্দরে ইনফ্রারেড থার্মাল ইন্সট্রূমেন্ট স্থাপনের নির্দেশ

কক্সবাজার বিমানবন্দরে ইনফ্রারেড থার্মাল ইন্সট্রূমেন্ট স্থাপনের নির্দেশ

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

করোনা ভাইরাস শনাক্তকরণে কক্সবাজার বিমানবন্দরে স্থাপিত মেডিকেল বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি মেডিকেল বোর্ডের জন্য বিমানবন্দর ভবনে আলাদা কক্ষের ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন। বিমানবন্দর মেডিকেল বোর্ডে ইনফ্রারেড থার্মাল ইন্সট্রুমেন্ট প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও পাঁচটি ইনফ্রারেড থার্মাল ইন্সট্রুমেন্টের ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক বলেন, গত ৮ মার্চ পর্যন্ত ৮১১ জনের দেহে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে, কিন্তু কারো দেহে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি।

পরিদর্শনের সময় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সা) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. আলমগীর মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments