বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার মেরিন ড্রাইভে বন্ধুক যুদ্ধে দু'মাদক ব্যবসায়ী নিহত!

কক্সবাজার মেরিন ড্রাইভে বন্ধুক যুদ্ধে দু’মাদক ব্যবসায়ী নিহত!

খাঁন মাহমুদ আইউব(কক্সবাজার)প্রতিনিধি:-

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের  বিজিবি ও র্যাবের সঙ্গে এ বন্দুক যুদ্ধে দু’ব্যক্তি নিহত হয়েছে।লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ।১৯ জুলাই (বৃহস্পতিবার) রামু হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের তিন নম্বর ব্রিজ এলাকায় ভোরে এঘটনা ঘটে।
সুত্র জানায়,মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ থেকে একটি প্রাইভেট কার (চট্টমেট্টো-খ-১১-১৩৬৫) আসছিলো।এসময় বিজিবি ও র‍্যাবের তল্লাশি চৌকি থেকে তাদের থামানোর সংকেত দেয়া হয়।সংকেত অমান্য করে কারে অবস্থান কারীরা হঠাৎ বিজিবি ও র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।এ সময় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও পাল্টা গুলি চালায়।পরে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মরদেহ দু’টি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।হিমছড়ি পুলিশ ফাঁড়ি পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান,নিহতদের মধ্যে একজনের কাছে পাওয়া এনআইডি কার্ডের তথ্য মতে,তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুধুরার প্রধানিয়া বাড়ির ফজলু মিয়ার ছেলে এনামুল হক বলে সনাক্ত করা গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।এসময় নিহতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।তাদের গাড়ি থেকে একটি পিস্তল, একটি এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড খালি খোসা এবং তাদের ব্যবহৃত এক্স-করোলা মডেলের কারটি জব্দ করা হয়।গাড়ির পেছনের বক্সে ৬০ হাজার ইয়াবা ভর্তি ব্যাগ পাওয়া গেছে।র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments