বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা

কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা

অপরূপ সৌন্দর্য ঘেরা কক্সবাজার শহরকে ‘ব্যয়বহুল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা আদেশে বলা হয়েছে, বর্তমান সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়ি ভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভোগ্যপণ্যের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকা ‘ব্যয়বহুল’ হিসেবে ঘোষণা করেছে।

অবস্থান ভেদে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। কক্সবাজার শহরকে ‘ব্যয়বহুল’ ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি চাকরিজীবীদের বিশেষ বরাদ্দ বৃদ্ধি পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, কক্সবাজারকে ‘ব্যয়বহুল’ শহর ঘোষণা করায় মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়ি ভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য বিভিন্ন ভাতা পাবেন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশ-বিদেশ থেকে পর্যটকদের আগমন ঘটে। পর্যটকদের আগমনে সেখানে জীবনযাত্রার ব্যয়ও দিন দিন বেড়ে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে কক্সবাজারে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শহরটিকে ‘ব্যয়বহুল’ ঘোষণার দাবি জানিয়ে আসছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments