বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার শহরে র‌্যাব-১৫ এর অভিযানে ২টি দেশীয় তৈরী অস্ত্র সহ ডাকাত আটক

কক্সবাজার শহরে র‌্যাব-১৫ এর অভিযানে ২টি দেশীয় তৈরী অস্ত্র সহ ডাকাত আটক

আবদুল করিম, স্পেশাল করেসপনডেন্ট :

নব গঠিত র‌্যাব-১৫ এর পৃথক টীম অভিযান চালিয়ে ১৫ হাজার ৬’শ পিস ইয়াবা সহ ৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে।  কক্সবাজারের উখিয়া উপজেলার শিলের ছড়া ও পানবাজার এলাকায় ১৮ ফেব্রুয়ারী এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কোম্পানীঅধীনায়ক মেজর মোঃ মেহেদী হাসান জানান, নবগঠিত র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া থানাধীন পানবাজার এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের আভিযানিক দল ৫ হাজার পিস ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেন। আটককৃতরা হলেন, নূর আলম (৪০), পিতা-মৃত আব্দুল হক ও মোঃ জিয়াবুল রহমান (৩১), পিতা-মৃত-মোঃ নবী। উভয় সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এফ/৪৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উদ্ধাকৃত ইয়াবার মূল ২৫ লক্ষ টাকা ।

তিনি আরো জানান, ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার সময় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পানবাজার এলাকায় অভিযান চালান। এসময় র‌্যাবের অভিযানিক দল ১০ হাজার ৬ পিস ইয়াবাসহ ১ জন বলপূর্বক মিয়ানমার নাগরিককে আটক করেছে। আটককৃত মোঃ হামিদ হোসেন (৪০), পিতা-মোঃ আলী হোসেন, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-১-ঈ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। উদ্ধাকৃত ইয়াবার মূল ৫৩ লক্ষ টাকা।

এব্যাপারে আসামীদের এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments