বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে ৬৪টি ঘর

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে ৬৪টি ঘর

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

কক্সবাজার জেলা পরিষদ এর মান্যবর চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী গতকাল ১৬ আগস্ট কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রাধিকারভুক্ত আশ্রয়ন-২ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ কর্মসূচীর গৃহনির্মাণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময়ে জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম শাকিব, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যন ওয়াজ কমির বাবুল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা পরিষদ এর চেয়ারম্যান গৃহনির্মাণ কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে আলাপ করেন। তিনি পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় ৬৪টি পরিবারের যাদের জমি আছে গৃহ নেই তাদের জন্য প্রধানমন্ত্রীর প্রাধিকারভুক্ত আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নিজ জমিতে গৃহনির্মাণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments