বাড়িকক্সবাজারকক্সবাজার সদর হাসপাতালের ১৩ নার্সের করোনা শনাক্ত, সিভিল সার্জন অফিসের এক ডাক্তারও

কক্সবাজার সদর হাসপাতালের ১৩ নার্সের করোনা শনাক্ত, সিভিল সার্জন অফিসের এক ডাক্তারও

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে মহামারি ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা দিতে যাওয়া ফ্রন্টলাইনের প্রথম সারির যোদ্ধা ১৩ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত।

শুক্রবার (২৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সদরের ৫৪ পজিটিভ শনাক্তদের মধ্যে ১৩ জনই সদর হাসপাতালের নার্স। এছাড়াও কক্সবাজার সিভিল সার্জন অফিসের গণ্যমাধ্যমে তথ্য-উপাত্ত দেয়ার জন্য নিয়োজিত ডা. সনম বড়ুয়াও করোনা টেষ্টে ‘পজিটিভ’ হয়েছেন। তিনি সহকারী সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার মেডিকেল কলেজের নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ১৩ জন নার্স শনাক্তের বিষয়টি নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আরপি ও মেডিসিন বিশেষজ্ঞ ইয়াসিন আরফাত জানান, নার্সের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তারা অনেকেই সদ্য যোগদান করা। সরকারী ভাবে নিয়োগ পেয়ে অনেক নার্স কাজে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ পুরাতন নার্সও আছেন। যারা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ছিলেন।

যদিও  বিষয়টি নিয়ে ডা. ইয়াসিন আরফাত বিস্তারিত জানাতে পারেননি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments