বাড়িকক্সবাজারকক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, আলোকিত টেকনাফ ডটকম।

সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্রসৈকত কক্সবাজারে দেশের দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার পর্যটক। যাদের পদচারণায় মুখর সাগর তীরের সব কয়েকটি পয়েন্ট। তবে কেউ মানছেন না করোনা স্বাস্থ্যবিধি। আর এসব ব্যাপারে তদারিকও নেই প্রশাসনের।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দেশের দূর-দূরান্তের সব মানুষের পথ যেন এক হয়েছে। ভ্রমণপ্রিয় মানুষ ছুটে এসেছেন বিশ্বের দীর্ঘতমসমুদ্র সৈকত কক্সবাজারে।

সাগরের নীল জলরাশি, ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর এই ঢেউয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। আবার অনেকে মেতেছেন জেড স্কি করে সাগর ভ্রমণে।

এক পর্যটক বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবেশটা বেশ ভালো। এক বছর গৃহবন্দি থাকার পর এখানে এসে খুব ভালো লাগছে।

কক্সবাজার সৈকতে প্রতি সপ্তাহে বাড়ছে পর্যটকের চাপ। কিন্তু কেউ মানছেন না সরকার নির্দেশিত করোনার স্বাস্থ্যবিধি। আবার সৈকতের বালিয়াড়িতে যততত্র পড়ে আছে ব্যবহৃত মাস্ক।

স্বল্প সংখ্যক লাইফগার্ড কর্মী দিয়ে পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষিত বলে জানালেন লাইফ গার্ড সংস্থার এই কর্মী।

কক্সবাজার সি সেইভ লাইফ গার্ডের ইনচার্জ মোনাম্মদ শুক্কুর বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ গার্ড নেই। যে কয়েকজন আছে তাদের সেফটি দিতে অনেক কষ্ট হচ্ছে।’

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকত শহর কক্সবাজারে ২০২০ সালের ডিসেম্বরের চেয়েও জানুয়ারিতে পর্যটকের চাপ বেড়েছে কয়েক গুণ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments