বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার সাগর তীরের গয়না বিক্রেতা ওরা

কক্সবাজার সাগর তীরের গয়না বিক্রেতা ওরা

রাবেয়া বেবী।।

তখন ঘড়ির কাঁটা সকাল ৭টা অতিক্রম করেছে। কক্সবাজারের সুগন্ধা বিচে বিকালের মতো লোকসমাগম না থাকলেও একেবারে নির্জন ছিল না। কিছু পরিবার আর কিছু তরুণ এসেছেন সাগরের সৌন্দর্য উপভোগ করতে। বিকেলের ভির এড়িয়ে প্রতিদিন সকালের নরম আলোয় পর্যটকরা বেরিয়ে পড়ে সমুদ্র সৈকতের উদ্দেশে। এদের মধ্যে ফেনীর এক দম্পতির আশেপাশে ১১ বছরের রবিউলকে ঘুরতে দেখা গেল। উদ্দেশ্য তাদের কাছে মালা বিক্রি। বেশ কিছু সময় ধরে অনুরোধ করার এক পর্যায়ে তারা রবিউলের কাছ থেকে একজোড়া মালা ৩০ টাকায় কিনে নিলেন। এরই মধ্যে এখানে জড়ো হলো আরাফাত হোসেন (১২), লিজা আক্তার (১০), আব্দুর শুক্কুরসহ (১০) ১০ থেকে ১২ বছরের ১০ থেকে ১২ শিশু। এদের সকলের হাতে একটি ট্রেতে সাজানো আছে রঙ বেরঙের পুঁতি আর শামুক-ঝিনুকের সামগ্রী। এরা কেউ ঝুিনুকের গয়না, কেউ আবার পুঁতির মালা বিক্রি করে জীবীকা নির্বাহ করে।
রবিউলকে প্রশ্ন করা হলে জানায়, সকাল ৭টায় ভাত খেয়ে চলে আসে সমুদ্র সৈকতে। দুপুর ১২টার সময় আবার বাড়িতে ফিরে যায়। পরে গোসল করে ভাত খেয়ে বেলা ২টা থেকে ৩টার মধ্যে চলে আসে। এই দুই বেলাতে সে সমুদ্রে সৈকতের পর্যটকদের কাছে পুঁতির গয়না বিক্রি করে। পড়াশুনা করছে কিনা প্রশ্ন করলে জানায় ২য় শ্রেণি পর্যন্ত পড়েছে। একটু দূরে হাতে একটি ট্রেতে নিয়ে তসলিমা আক্তারও বিক্রি করছে মালা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments