বাড়িআলোকিত টেকনাফকরোনায় শতাধিক পত্রিকার হকারের মধ্যে খাদ্য বিতরণ

করোনায় শতাধিক পত্রিকার হকারের মধ্যে খাদ্য বিতরণ

শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

মহামারী করোনার কারণে পরিবেশকরা (এজেন্ট) জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের কোন পত্রিকা না আনায় হকাররা পত্রিকা বিক্রি করতে পারছেন না। এতে চরম খাদ্যসংকটে পড়েছেন হকারের পরিবার। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কক্সবাজার জেলা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার শতাধিক  হকারের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, মহামারী করোনার কারণে পত্রিকা না আসায় চরম বিপাকে পড়েছেন হকাররা। তাদের দুর্দিনের সংবাদটি সাংবাদিকের মাধ্যমে জানার পর পরই ত্রাণের ব্যবস্থা করা হয়। যাতে হকারগুলোর পরিবারের সদস্যরা একবেলাও অভুক্ত না থাকেন।’

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন। আমরা আপনাদের কাছে সহায়তা পৌঁছে দেব।
এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments