বাড়িআলোকিত টেকনাফকরোনা আতঙ্কে বাজারদর স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ

করোনা আতঙ্কে বাজারদর স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

করোনা ভাইরাসের আতঙ্ক পুঁজি করে বাড়তি দামে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়তি দামে বিক্রি করতে না পারে সেজন্য কক্সবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

১৯ মার্চ ( বৃহস্পতিবার ) দুপুরে কক্সবাজারের বড়বাজার পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান চালানো হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশএ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর এসএম মিজানুর রহমান।

এছাড়া ওই এলাকার বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে গিয়ে করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে যেন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম না বাড়ানো হয় সে ব্যাপারেও সতর্ক করেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। মজুত থাকার পরও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য আজ থেকে মাঠে থাকবে। নিয়মিত বাজার পর্যবেক্ষণের পাশাপাশি তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments