বাড়িআলোকিত টেকনাফকরোনা উপসর্গে কক্সবাজার হাসপাতালে যুবকের মৃত্যু

করোনা উপসর্গে কক্সবাজার হাসপাতালে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ-

কক্সবাজার সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য গড়া আইসোলেশন ওয়ার্ডে সালামত উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যদিও তার শরীরে করোনাভাইরাসের জীবাণু আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে কোভিড ১৯ পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়েছে।

গত (মঙ্গলবার) ৫ মে কক্সবাজার সদর হাসপাতালে অতিরিক্ত মাত্রার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ওই যুবক। জ্বর থাকায় ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

আজ শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় আইসোলেশন ওয়ার্ডের মৃত্যুর কোলে ঢলে পড়েন এই যুবক।

মারা যাওয়া ওই যুবক রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খুইল্লা মিয়ার ছেলে।

যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত (৪টা ২৫ মিনিট) তার করোনাভাইরাস পরীক্ষায় রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে মারা যাওয়া সালামত উল্লাহর মা-ও করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments