বাড়িআলোকিত টেকনাফকরোনা থেকে বাঁচতে জেলা পুলিশের প্রচারণা

করোনা থেকে বাঁচতে জেলা পুলিশের প্রচারণা

শাহ্‌ মুহাম্মদ রুবেল।

করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ও জনগণকে সতর্কতামূলক অবস্থানে থাকতে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে।

২৩ মার্চ (রবিবার) জেলা পুলিশের পক্ষ থেকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কবীর এই প্রচারাভিযান শুরু করেছেন। কক্সবাজার শহরের অলিগলি, পাড়া-মহল্লা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত মানুষের মাঝে ভাইরাস প্রতিরোধের নিয়ম-কানুন জানাতে মাইকিং করা হচ্ছে।

লিফলেট ও মাইকিংয়ে করোনা থেকে রক্ষা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সতর্কতামূলক নির্দেশনা তুলে ধরা হয়। জেলা শহরসহ উপজেলার দিনব্যাপী এই প্রচারণা চালানো হবে।

করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ও জনগণকে সতর্ক করতে যে সকল নির্দেশনা জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছেঃ-

  • সাবান দিয়ে বেশী বেশী হাত পরিস্কার করা।
  • পাঁচ ওয়াক্ত নামাজ পরে আল্লাহ্‌র কাছে দোয়া করা।
  • বিদেশ থেকে যারা আসছে বা যারা আসবে তাদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
  • কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অবশ্যই আপনার নিজ বাড়ি থেকে বের হওয়া যাবে না।
  • একলা একটি রুমে থাকতে হবে। আলাদা ওয়াশরুম ব্যবহার করতে হবে।
  • বাইরের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ ও ওঠা বসা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।
  • পরিবারের কাউকে হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
  • ঘরের আসবাবসহ দরজা-জানালা প্রতিনিয়ত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
  • কোন খাবার আধা সিদ্ধ অবস্থায় খাওয়া যাবে না।
  • অবশ্যই পানি ফুটিয়ে খেতে হবে।
  • বাইরে থেকে আনা কোন দ্রব্য বা জিনিস ২৪ ঘণ্টা পর ব্যবহার করতে হবে এবং সিঁড়ির রেলিং ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
  • হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে নূন্যতম ১৪ দিন নিজেকে আলাদা থাকতে হবে।
  • বিদেশ থেকে কেউ আসলে স্থানীয় প্রশাসন এবং সদর থানার ওসিকে অবহিত করতে হবে।
  • আবহাওয়া পরিবর্তনের সাথে জ্বর সর্দি কাশি দেখা দিতে পারে এজন্য আতঙ্কিত হওয়ার কারণ নেই।
  • দোকানের প্রবেশমুখে বালতি ভর্তি পানি এবং সাবান রাখতে হবে । কেউ ভিতরে প্রবেশের আগে তাকে অবশ্যয় হাত ধুয়ে প্রবেশ করতে হবে।
  • আড্ডা থেকে বিরত থাকতে হবে।
  • করমর্দন এবং কোলাকুলি থেকে বিরত থাকতে হবে।
  • ঘরের আশে পাশে পরিস্কার রাখতে হবে।
  • সবসময় পরিস্কার পরিচন্ন থাকতে হবে।
  • শিক্ষার্থীদের ঘরে অবস্থান নিচ্চিত করতে হবে। ভ্রমনের পরিকল্পনা থাকলে তা স্থগিত করতে হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments