বাড়িআলোকিত টেকনাফকরোনা পরিস্থিতিতে ছিন্নমূল শিশু ও দুঃস্থদের মধ্যে রোমেলের খাবার বিতরণ

করোনা পরিস্থিতিতে ছিন্নমূল শিশু ও দুঃস্থদের মধ্যে রোমেলের খাবার বিতরণ

সংবাদদাতাঃ-

“মানুষ মানুষের জন্য” এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ছিন্নমূল শিশু ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আবদুল আল মাসুদ রোমেল। কক্সবাজারের বিভিন্ন প্রান্তে থাকা ছিন্নমূল শিশু ও দুঃস্থদের মধ্যে প্রতিদিন দেড় হাজার মানুষের মাঝে খাবার সরবরাহ করছে তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছিন্নমূল এসব শিশু ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

আবদুল আল মাসুদ রোমেল ব্যক্তিগত উদ্যোগে খাবার বিতরণ করছে এমন খবরে সকাল থেকে ছিন্নমূল শিশু ও দুঃস্থ মানুষদের ভীর লাগে তার বাড়ি ” নুর আন হাউজের” প্রধান ফটকে। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদেরকে এসব খাবার বিতরণ করা হয়। ৩১ মার্চ থেকে আজ পর্যন্ত তিনি ৫ হাজার ছিন্নমূল শিশু ও দুঃস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছেন বলে জানা গেছে।

আবদুল আল মাসুদ রোমেল বলেন, এ ত্রাণ আমার ব্যক্তিগত তহবিল থেকে দেয়া।  তিনি সকলকে আতংকিত না হয়ে ঘরে অবস্থান করার অনুরোধ জানান। তিনি বলেন, করোনা ভাইরাস শূণ্যের কোটায় না আসা পর্যন্ত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments