বাড়িকক্সবাজারকরোনা রোগীদের ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করলো কক্সবাজার জেলা পুলিশ

করোনা রোগীদের ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করলো কক্সবাজার জেলা পুলিশ

খাঁন মাহমুদ আইউব

দেশে করোনা ক্রান্তিকালের শততম দিনে আক্রান্তের সূচক উর্ধমূখী। সরকারী হিসেব মতে সংক্রমনের দিক দিয়ে কক্সবাজার চতুর্থ অবস্থানে রয়েছে। সংক্রমনের হার কমাতে জেলায় চলছে দ্বিতীয় দফা লক ডাউন। সর্বশেষ তথ্য মতে জেলায় আক্রান্তের সংখ্যা ১৬০৫জন, সুস্থ হয়েছে ৪১০জন, মৃত্যুবরন করেছে ২৮জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারী এ্যাম্বুলেন্সের নাগাল পাওয়া যেনো সোনার হরিনে পরিনত হয়েছে।

ঠিক এমন সময়ে এক মহতী উদ্যোগ হাতে নিয়েছে জেলা পুলিশ সুপার। করোনা আক্রান্ত রোগীদের জরুরী হাসপাতালে বা আইসোলেশন সেন্টারে আনা নেওয়া ও মরদেহ পরিবহনের জন্য কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস।

আজ মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার) এই এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার বলেন, জেলার যেকোনো প্রান্ত থেকে জেলা পুলিশ কন্ট্রোল রুমের (০১৭২৭৬৬৬৬৬৬, ০৩৪১৬৪০৪৮) নাম্বারে ফোন করে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসের জরুরী সেবা পাওয়া যাবে। জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা বাসী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments