বাড়িকক্সবাজারকরোনা সংক্রমণে মারা গেলে দাফনকাজে আগ্রহী স্বেচ্ছাসেবীরা নাম দিন চকরিয়া উপজেলা...

করোনা সংক্রমণে মারা গেলে দাফনকাজে আগ্রহী স্বেচ্ছাসেবীরা নাম দিন চকরিয়া উপজেলা প্রশাসন

এম.জিয়াবুল হক,চকরিয়া

চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হয়ে বা সন্দেহজনক সংক্রমণ নিয়ে মারা গেলে তাঁর দাফনের ব্যবস্থা নেবেন উপজেলা প্রশাসন। সেইজন্য আগ্রহী স্বেচ্ছাসেবী/ব্যক্তি থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে। 

বৃহস্পতিবার (১১জুন) চকরিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচার মাধ্যম ফেসবুক ফেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার।

চকরিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচার মাধ্যম ফেসবুক ফেইজে বলা হয়েছে, এখন থেকে চকরিয়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনা সন্দেহে কেউ মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন কাজে আগ্রহী (চকরিয়া উপজেলার) স্বেচ্ছাসেবী/ব্যক্তি থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আগ্রহীরা নাম, মোবাইল নং, ঠিকানা দিন। 

বি.দ্র: (চকরিয়া উপজেলা প্রশাসন/চকরিয়া থানা/হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ সরবরাহ করা হবে)। যোগাযোগ করতে সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, চকরিয়া মোবাইল ০১৮১৮৩৬৮১৬৩।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments