বাড়িআলোকিত টেকনাফ“কলতান সাহিত্য পরিষদ”টেকনাফ,নামে টেকনাফ উপজেলা সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ

“কলতান সাহিত্য পরিষদ”টেকনাফ,নামে টেকনাফ উপজেলা সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃঃ

অদ্য বিকাল ৩ঘটিকার সময় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে টেকনাফ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাহিত্যমোদীদের অংশগ্রহণে একটি সাহিত্য পরিবার গঠনকল্পে এক মতবিনিময় সভা বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও কবি মুহাম্মদ ছলাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক এহসান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এম, এরশাদুর রহমানের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি আবুল হোছাইন হেলালী, শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ ইছমাইল বকুল, আনোয়ার হোসাইন,আব্দুর রহিম(ক্যালভিন),খোরশেদ আলম, রফিক রানা প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে “কলতান সাহিত্য পরিষদ”, টেকনাফ এর প্রধান পৃষ্ঠপোষকতা হিসেবে বিশিষ্ট সাংবাদিক,কলামিস্ট ও কবি মুহাম্মদ ছলাহ্ উদ্দিন মনোনীত হন। সংগঠন কে গতিশীল রাখতে কবি আবুল হোছাইন হেলালী কে “আহবায়ক” করে নয়(৯)সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমেঃ-

১. মুহাম্মদ ইছমাইল বকুল- যুগ্ম আহবায়ক

২.এহসান উদ্দিন- যুগ্ম আহবায়ক

৩.আব্দুর রহিম (ক্যালভিন)- যুগ্ম আহবায়ক

৪.খোরশেদ আলম- যুগ্ম আহবায়ক

৫.আনোয়ারুল ইসলাম- যুগ্ম আহবায়ক

৬. এম.এরশাদুর রহমান- যুগ্ম আহবায়ক

৭.শাহীন সরওয়ার- যুগ্ম আহবায়ক

৮. রফিক রানা- যুগ্ম আহবায়ক

এবং অন্যন্যা সদস্যরা হলেন-

১.মোহাম্মদ রেজাউল হোছাইন মামুন

২.মোহাম্মদ হোসাইন

৩. মোহাম্মদ ঈসা খান

৪.আজিজুর রহমান

৫. মোহাম্মদ সায়েম

৬.মোঃ আতাউল

৭.রহিম উদ্দীন

৮. এন.এ জুবাইর মাহমুদ

৯.এ.এইচ. আবু ছিদ্দিক আরমান

১০. ফাহাদুল ইসলাম প্রমুখ।

এরপর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments