বাড়িসারাদেশকারাবন্দী থেকে নির্বাচিত মেম্বার ও কৃতি ফুটবলার এনামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

কারাবন্দী থেকে নির্বাচিত মেম্বার ও কৃতি ফুটবলার এনামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

গত ২১ অক্টোবর জাতীয় অনলাইন পরিবর্তন ডটকম,পূর্বকোন সহ জাতীয়/স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “ইয়াবা বেচে কোটিপতি বিশ্ববিদ্যালয় ছাত্র” শিরোনাম নামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরের দিন কক্সবাজারের বিভিন্ন পত্রিকায় প্রতিবাদ ও উক্ত সংবাদের ব্যাখ্যা দেয়।উক্ত প্রতিবাদের একাংশে আমাকে প্রতিপক্ষ ও পরিকল্পনাকারী বানিয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা “শাক দিয়ে মাছ ডাকার লোলুপ মাত্র” মনগড়া উদ্যোশ্য প্রনোধিত প্রতিবাদ ও ব্যাখ্যায় আমার নাম দেখে আমি রীতিমত হতবাক এবং বিস্মিত। মূলত এলাকায় আমার আকাশচুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবার প্রতিপক্ষ সাজিয়ে ষড়যন্ত্র করে আসছে নাজিরপাড়ার ছিদ্দিক ও তার পরিবার। তাদের কারনে আজকে ইয়াবার কালোলেপন মাথায় নিয়ে এলাকা ছাড়া হয়ে দিনাতিপাত করতে হচ্ছে আমাকে।

মূলত আমাদের ছোট পরিবারে আমরা ছয় ভাই। পাঁচ ভাইয়ের ছোট আমি।দুই ভাই কোরআনে হাফেজ।২০১৩ সালে একটা জমি সংক্রান্ত বিষয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মিশনে নামে এই পরিবারটি।তার ধারাবাহিকতায় বিগত ৪/০৮/২০১৫ সাল রাত ১০টায় নাফ সিটি ফুটবল ক্লাবের অফিসে আমরা ছয়জন ফুটবলার হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নাফসিটি ফুটবল ক্লাব টিম অংশগ্রহন নিয়ে অতিথি খেলোয়াদের বিষয়ে জরুরি বৈঠক চলাকালীন বিজিবি অফিসার এসে ব্যাটালিয়নে ডেকে নিয়ে যায়।একদিন পরে ইয়াবা ও অস্ত্র দিয়ে নিরপরাধ অতিথি খেলোয়ার সহ আমাদের সকলকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।উক্ত মামলা পরিচালনার পথ রুদ্ধ করতে আমার মেঝ ভাই মিয়ানমার থেকে গরু মহিষ আমদানীকারক সিরাজুল হক প্রকাশ চাঁন মিয়ার বিরুদ্ধে স্বরযন্ত্র মামলা দায়ের করে বিগত ০২/০৩/২০১৫ তাং উক্ত মামলায় তুলে এনে একদিন গুমরেখে পরেরদিন ইয়াবা মামলার আসামী বানিয়ে জেল হাজতে প্রেরন করে।পরবর্তিতে ১৪/০৯/১৫ ইং কারাগারে আমাদের কাছে খবর পৌঁছে প্রকাশ্যে দিবালোকে আমার ভাই শহীদ আজিজুল হক মার্কিন ভাইকে ছিদ্দিকের পরিবারের সন্ত্রাসীরা দিবালোকে কুপিয়ে হত্যা করে এবং অপর ভাই হাফেজ মৌলানা নুরুল হক মোজাহেরী কে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে।আদালতের প্রক্রিয়ার মাধ্যমে ভাই শহীদ মার্কিনকে কারা ফটকে দেখে শেষ বিদায় জানালাম।পরে ভাই সাহাব উদ্দীন জামিনে বেরিয়ে আসে।কিছুদিন না যেতেই ভাই সাহাব উদ্দীনকে আবার মিথ্যা মামলা নিয়ে কারাগারে প্রেরন করে।
২০১৬ সালের ২২শে মার্চে বিপুল ভোটে টেকনাফ সদর ৮নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীকে নির্বাচিত হয়।বন্ধী অবস্থায় প্যারোলে মুক্তি নিয়ে শপথ গ্রহণ করি।ইতিমধ্যে মার্কিন হত্যা মামলার রেফারেন্সে প্রতিপক্ষ হামজালাল কে কক্সবাজার কারাগারে নিয়ে আসে কর্তৃপক্ষ।কখনো তাকে কারাগারে থাকাকালীন কারপন্য করিনি।গত ৭/০৯/২০১৬ সালে উচ্চ আদালত থেকে জামিন লাভ করে এক সপ্তাহ পর কারা কর্তৃপক্ষ আমার জামিনের বিরুদ্ধে ৫৬ দিন স্ট্রাই করা বিষয়টি জানিয়ে দেয়।প্রধান বিচারপতি ১৪/১২/১৬ সালে ডিসেম্বর মাসে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ খারিজ করে রায় বহাল রাখার নির্দেশ পেয়ে কক্সবাজার জেলা কারা কর্তৃপক্ষ ১৯/১২/১৬ তাং আমাকে মুক্তি দেয়।পরবর্তিতে ষরযন্ত্রের অংশ হিসেবে ২০১৭ ইং সালে কক্সবাজার ডিবি পুলিশের কিছু কর্মকর্তার সাথে অভিযুক্ত পরিবারের যোগ সাজসে বিনাকারনে ডিবি আমাকে উঠিয়ে নিতে চাইলে এলাকার জনতার তোপের মূখে ছেড়ে দিতে বাধ্য হয়।এতে ক্ষুব্দ হয়ে ডিবির উপর হামলার নাটক সাজিয়ে একটি মিথ্যে মামলায় আমার পরিবার তথা এলাকার নীরিহ অনেক লোক জনকে আসামী করা হয়েছে।উক্ত ডিবি কর্মকর্তারা দূর্নীতির অভিযোগে বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছেন।এতো কিছুর পরেও থামেনি ষর‍যন্ত্রকারী পরিবারটি।
আমি টেকনাফ অথচ নরসিংদী থানার আরেকটা মিথ্যা মামলায় জড়িয়ে দিল আমাকে।ইতোমধ্যে কিছু পত্রপত্রিকায় আমি নাকি ইয়াবার গডফাদার, চাদাঁবাজ,ডাকাত আখ্যা দিয়ে মন গড়া পাতানো সংবাদ পরিবেশন করাচ্ছে আমার ভাইয়ের হত্যাকারীরা।এমনকি আমার মৃত বাবা একজন ব্যবসায়ী ছিলেন তাকেও সুদখোর অখ্যায়িত করা হয়েছে যেটা অত্যান্ত দুঃখ জনক।এই অন্ধকার পল্লীতে বর্তমানে আমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসা প্রতিষ্টা করেছি এবং ৫ বছর আগে নাজির পাড়া দারুল উলুম হেফজ খানা ও এতিম খানা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি।টেকনাফ সদর ৮নং ওয়ার্ডকে মাদক মুক্ত আদর্শ এলাকা গড়ে তুলতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে প্রচেষ্টা চালাচ্ছি।আমি একজন কৃতি ফুটবলার দেশের কমবেশি ফুটবলার আমাকে চেনেন এবং নাফসিটি ফুটবল ক্লাবের বর্তমান অধিনায়ক টেকনাফ শেখ জামাল ফুটবল ক্লাবের প্রতিষ্ঠিত সভাপতি টেকনাফ নাজির পাড়ার স্মৃতি রায়হান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠিত সভাপতি টেকনাফ উপজেলা বিভিন্ন ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি।কোন সময় ইয়াবা ব্যবসায়ী ছিলামনা।আমি ষর‍যন্ত্রের শিকার হয়েছি।

পরিশেষে ষড়যন্ত্র কারীদের উদ্দ্যোশ্যে বলতে চাই এতো সাধু সন্যাসী হলে ইয়াবা মামলায় আপনাদের বিরুদ্ধে পুলিশ চার্জশীট কেন দিয়েছে? বিভিন্ন থানায় এত মামলা কেন ? তা খতিয়ে দেখার অনুরোধ করছি সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।গণমাধ্যমে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করলে আমাকে প্রতিপক্ষ সাজিয়ে লাভ নেই।আমার ও পরিবারের ক্ষতি করতে করতে আমাদের আর কিছুই নেই। বিচার করারও কেউ নেই।আল্লাহর একমাত্র ভরসা।একজন নির্বাচিত মেম্বার হয়েও আজ স্বাধীন ভাবে জনগনের সাথে মিশতে পারছিনা।এরকম বাঁচার চেয়ে মৃত্যু অনেক উত্তম।তাই এসব সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের জনগন ও প্রশাসনের সকলের প্রতি বিনিত অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী:
এনামুল হক (মেম্বার)
৮নং ওয়ার্ড,টেকনাফ সদর ইউনিয়ন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments