বাড়িকক্সবাজারকালারমারছড়ার চেয়ারম্যান তারেকের বাড়িতে গুলি বর্ষণ

কালারমারছড়ার চেয়ারম্যান তারেকের বাড়িতে গুলি বর্ষণ

ডেস্ক রিপোর্ট, আলোকিত টেকনাফ :

মহেশখালী উপজেলার জনপ্রিয় তরুণ নেতা কালারমারছড়া ইউনিয়নের পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তারেক শরীফের বাড়ি লক্ষ্য গুলি করে ছুঁড়েছে দুর্বৃত্তরা। রোববার দিনগত রাত ১১ দিকে এই ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর তাড়ানি খেয়ে সন্ত্রাসী পালিয়ে যাওয়ায় কোনো অঘটন ঘটেনি।

তারেক শরীফের মা জানান, আকস্মিক একদল লোক এসে বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। তারা কমপক্ষে ১০ রাউন্ড গুলি ছুঁড়ে। কিন্তু পাকা দেয়াল ভেদ করে গুলি ভেতর ঢুকেনি। তাতেই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চেয়ারম্যান তারেক শরীফ জানান, নিরাপত্তার আশঙ্কা থাকায় তিনি প্রায় সময় বাড়িতে থাকেন না। বাড়িতে তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরো জানান, হামলাকারীরা তিন দলের বিভক্ত হয়ে তিন দিক থেকে তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সব হামলাকারীর হাতে ছিলো ভয়ংকর আগ্নেয়াস্ত্র। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে। শত শত এলাকাবাসী এগিয়ে আসায় তাড়ানি খেয়ে হামলাকারীরা পশ্চিম দিকে পালিয়ে যায়। তাকে হত্যা করার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন চেয়ারম্যান তারেক শরীফ।
স্থানীয়রা জানিয়েছেন, তারেক শরীফের পিতা ওসমান গণি চেয়ারম্যানকেও এই কায়দায় হত্যা করেছিল সন্ত্রাসীরা। তারেক শরীফকে একই কায়দায় হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি বাড়িতে ছিলেন না এবং এলাকাবাসী প্রতিরোধ করতে এগিয়ে এসেছেন। পুলিশও ঘটনাস্থলে যান।

চেয়ারম্যান তারেক শরীফ বলেন, ‘আমার বাবাকেও এভাবে আকস্মিক হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল। ঠিক সেভাবে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাকেও হত্যার চেষ্টা করেছে সেই জিয়া বাহিনী ও সেলিম বাহিনীর সন্ত্রাসীরা। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি জীবনের নিরাপত্তা চাই।’

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চেয়ারম্যান তারেকের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments