বাড়িআলোকিত টেকনাফকিছুতেই থামছে না সীমান্ত এলাকায় ইয়াবা পাচার (ভিডিওসহ)

কিছুতেই থামছে না সীমান্ত এলাকায় ইয়াবা পাচার (ভিডিওসহ)

চ্যানেল ২৪ঃ-

কঠোর নিরাপত্তা আর ক্রমাগত অভিযান কোন কিছুই দমাতে পারছে না সীমান্ত এলাকায় ইয়াবা পাচার। এতে যেমন সৃষ্টি হচ্ছে সামাজিক জটিলতা, সাথে বাড়ছে উদ্বেগও। তাই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টেকনাফে ৭০টি মাদক প্রতিরোধ কমিটি করছে আইনশৃঙ্খলা বাহিনী। যা সক্রিয় থাকবে প্রতিটি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে।

প্রশাসন বলছে, এতে দ্রুত সময়ে ইয়াবা পাচার ও জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার গৃহবধূ রোকিয়া। যিনি ইয়াবা আসক্ত স্বামীর নির্যাতনের শিকার।

শুধু রোকিয়াই নয়, ইয়াবার নেশা বা ব্যবসায় জড়িয়ে পড়া সন্তানের বিরুদ্ধে থানায় অনেক পিতা-মাতার অভিযোগ দেয়ার ঘটনা এখন নিত্যনৈমত্যিক ব্যাপার।

পুলিশ বলছে, গত ৩ মাসে বন্দুকযুদ্ধে ৬০ জনের মৃত্যু, সাড়ে ৩শ’ জনকে গ্রেফতারের পরও ইয়াবা পাচার রোধ হচ্ছেনা। বাড়ছে সামাজিক সমস্যা। তাই টেকনাফের প্রতিটি ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড পর্যায়ে গঠন করা হচ্ছে মাদক প্রতিরোধ কমিটি।

এখন পর্যন্ত ১০টি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিরাও মনে করেন, ইয়াবার বিস্তার বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

তবে সামাজিক এই আন্দোলনের পাশাপাশি অভিযান জোরদার রাখার কথাও জানান পুলিশ সুপার।

মাদক প্রতিরোধ কমিটিগুলোতে কৌশলে যেন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের স্থান না হয় সেজন্য সতর্ক থাকার পরামর্শ সচেতন মহলের।

সুত্রঃ চ্যানেল ২৪

RELATED ARTICLES

Most Popular

Recent Comments