বাড়িকক্সবাজারকুতুবদিয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিস্তি বন্ধে ইউএনও’র নির্দেশ

কুতুবদিয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিস্তি বন্ধে ইউএনও’র নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

করোনার দুর্দিনে কুতুবদিয়ার কর্মহীন মানুষের জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউল হক মীর। আবারও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার তিনি সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিস্তি আদায় না করতে কুতুবদিয়ায় কাজ করা এনজিও গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

জুন মাস পর্যন্ত ঋণগ্রহীতা সর্বসাধারণকে এনজিওর কিস্তির কোন টাকা না দিতে অনুরোধ করেছেন। উল্লেখিত সময়ে কোন এনজিও কর্মী এলাকায় গিয়ে ঋণের টাকা পরিশোধে চাপ প্রয়োগ করলে তাৎক্ষণিক সেই খবর তাঁকে (ইউএনও) জানাতে বলেছেন।

মঙ্গলবার (২ জুন) কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচারমাধ্যম ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি নির্দেশিকা কুতুবদিয়া উপজেলার সর্বস্তরের নাগরিকের (বিশেষ করে ঋণগ্রহীতা) উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments