বাড়িআলোকিত টেকনাফকোনো মুসলমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে না: আল্লামা শফী

কোনো মুসলমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে না: আল্লামা শফী

ডেস্ক নিউজঃ-

‘ইসলামে মাদক ব্যবসা হারাম, কোনো মুসলমানের সন্তান মাদক ও হারাম ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে না। ইয়াআল্লাহ যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ফিরে আসার তৌফিক দান করুন।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী শনিবার রাতে টেকনাফের সাবরাং বড় মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভার প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে মোনাজাতে তিনি এসব কথা বলেন।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, বর্তমান সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়ে আমাদের (আলেমদেরকে ) মূল্যায়ন করেছেন। আমরাও ভালোমতো ছাত্রছাত্রীদের লেখাপড়া করাই। তারাও ভালোমতো পড়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক।

তিনি বলেন, আমরা সব সময় আল্লাহকে স্মরণ করি। আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করা যায় না। যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথানত করেন তারা কাফের, মুশরেক।

২ দিনব্যাপী এ বার্ষিক সভার প্রথম দিনে সভাপতিত্ব করেন সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসার মুহতামিম মাও. নুর আহমদ।

টেকনাফ সাংবাদিক ফোরামের আহ্বায়ক মুহাম্মদ জুবাইর ও ছাত্র হাফেজ আবদুর রহমান যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে তাকরির পেশ করেন ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাও. মাহমুদুল হাছান ফতেহপুরী, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি হুমায়ুন কবির, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি নজরুল ইসলাম, আলমগীর আজিজী, কক্সবাজারের মাও. কলিম উল্লাহ, মাও. ছৈয়দুর রহমান, মাও. তৈয়ব, মাও. আবদুল্লাহ, মাও, আবুল হাশেম, মাও. রশিদ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments