বাড়িআলোকিত টেকনাফক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা জিতেছে ফ্রান্স

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা জিতেছে ফ্রান্স

স্পোর্টস ডেস্কঃ-

‘গ্রেটেস্ট শো অন আর্থ’র ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা জিতেছে দেশ্যমের ফ্রান্স।

টানটান উত্তেজনার এই ম্যাচে ডি-বক্সের বাইরে গ্রিজম্যানের ফ্রি-কিক থেকে ক্রোয়েশিয়ার তারকা মানজুকিচের মাথায় লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায়। এতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েটরা (১-০)। ম্যাচের ২৭ তম মিনিটে পেরিসিচকে ফাউল করায় হলুদ কার্ড পান ফরাসি তারকা এনগোলো কান্তে। এরপরের মিনিটেই বাম পায়ের জোরালো শটে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন পেরিশিচ। ম্যাচ ফিরে আসে ১-১ সমতায়।

ম্যাচের ৩৫ মিনিটে পেরিশিচের হ্যান্ডবলের কারণে পেনাল্টি লাভ করে ফ্রান্স। গ্রিজম্যানের পেনাল্টিতে বল খুঁজে নেয় ক্রোয়েশিয়ার জাল। ফ্রান্স এগিয়ে যায় ২-১ গোলে।

দ্বিতীয়ার্ধের ম্যাচের ৫৯ মিনিটে পল পগবার গোলে ৩-১ এ লিড নেয় ফরাসিরা। তার নেওয়া জোরালো শট ক্রোয়েট ডিফেন্সে বাধা পেলে ফিরতি বলে আবারো শট নন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পগবা। ক্রোয়েট গোলরক্ষকের পাশ দিয়ে বল জড়িয়ে যায়।

ম্যাচের ৬৫ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে ৪-১ এ লিড নেয় ফরাসিরা। পিএসজি তারকা ক্রোয়েশিয়ার ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে শট নেন।

ম্যাচের ৬৯ মিনিটে ফ্রান্সের গোলরক্ষক হুগো লোরিসের ভুলে বল ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের গোলরক্ষকের পা থেকে বল কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন মানজুকিচ।

এবারের বিশ্বকাপে গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর তারা উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফরাসিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments