বাড়িআলোকিত টেকনাফগড়মিল না থাকায় শাহীন অাক্তারের মনোনয়ন বৈধ

গড়মিল না থাকায় শাহীন অাক্তারের মনোনয়ন বৈধ

মিজানুর রহমান মিজান, আলোকিত টেকনাফ ডেস্কঃ-

নির্বাচন কমিশনের প্রার্থিতা যাচাই-বাছাইকালে কোন ধরনের ওজর আপত্তি ছাড়াই প্রার্থীতার বৈধতা পেলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে অাওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদি পত্নী শাহীন অাক্তার।
রবিবার (২ ডিসেম্বর) সকাল দশটায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়া শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
প্রার্থিতা বাছাইকালে উপস্থিত ছিলেন শাহিন আক্তারের স্বামী বর্তমান সাংসদ আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর আহমদ, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, আওয়ামী লীগ নেতা সাংবাদিক রাসেল চৌধুরী, এমপি বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল অাফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে, বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সব ঠিকঠাক থাকলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।
এদিকে, মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করায় মহান অাল্লাহর কাছে শুকরিয়া অাদায় করেছেন এমপি প্রার্থী শাহীন অাক্তার।
সেই সাথে তিনি আগামী ৩০ ডিসেম্বর উখিয়া-টেকনাফের জনগন ভোট বিপ্লবের মাধ্যমে নৌকাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অাহবান জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments