বাড়িকক্সবাজারচকরিয়াচকরিয়ায় চিকিৎসক-পুলিশ ও নার্সসহ আরো ৮জন করোনায় আক্রান্ত

চকরিয়ায় চিকিৎসক-পুলিশ ও নার্সসহ আরো ৮জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনা হটস্পর্ট কক্সবাজারের চকরিয়ায় চিকিৎসক-পুলিশ ও নার্সসহ আরো আটজন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্ত হলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মুনমুন, নার্স আফরোজা, হারবাং পুলিশ ফাঁড়ির এসআই পলাশ চন্দ্র, সাফারি পার্কের স্টাফ জিয়াউদ্দিন, নুরুজ্জামান, তোফাজ্জল, চকরিয়া শেভরণ ডায়াগনষ্টিক সেন্টারের স্টাফ সেতারা, পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখের মনোয়ারা বেগম।  

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজা বলেন, চকরিয়া এই পর্যন্ত ১৮৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে বাড়িতে ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৯জন এবং মারা গেছেন ২ জন। 

তিনি আরো বলেন, গত মাসের ২৫ তারিখ থেকে ৩জুন পর্যন্ত চার শতাধিক টেষ্টের রিপোর্ট জমা রয়েছে। একটি পিসিআর মেশিন দিয়ে পুরো জেলার আট উপজেলা ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যার কারণে টেষ্ট আটকে রয়েছে। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments