বাড়িআলোকিত টেকনাফচট্টগ্রাম বিশ্ববিদ্যয় ছাত্রী জান্নাতের জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

চট্টগ্রাম বিশ্ববিদ্যয় ছাত্রী জান্নাতের জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।
“মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা” হ্যাঁ আপনার একটু সহানুভূতি পেলে এই সুন্দর ভূবনে ফিরে আসতে পারে ঝুঁপড়ির প্রিয়মুখ জান্নাত।ক’দিন আগেও হৈ হুল্লোড়, চঞ্চলতায়,হাসি-খুশির মাঝে কাটানো কুঁড়িটির অনুপস্থিতি ক্যাম্পাসে নিরবতার ছাপ ফেলেছে।দূরারোগ্য ব্যাধি ক্যান্সার তার রক্তের অনুজীবে বাসা বেঁধেছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী জান্নাত অল্পতেই সবার প্রিয় হয়ে উঠা নূতন কুঁড়িটি বিমর্ষ মৃত্যুর নিস্তব্ধ অপেক্ষায়।
ডাক্তাররা গেলো বছর জান্নাতের শরীরে ব্লাড ক্যান্সার সনাক্ত করে।পরবর্তিতে সফলভাবে পাঁচটা কেমোথেরাপি দেওয়ার পর বেশ ভালোই ছিল কয়েকটা মাস।কিন্তু সম্প্রতি সময়ে তার শরীরে  ডায়াবেটিসের কারনে ইনফেকশন ছড়িয়ে পড়ে।অবস্থার অবনতি হওয়ায় জান্নাতকে চট্টগ্রাম মেডিকেলের ইমারজেন্সি বিভাগ থেকে জিইসি মেডিকেল সেন্টারের আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে।সেখানে দৈনিক ৩৫ হাজার টাকা ব্যয়ভার বহন করা তার পরিবারের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।ইতোমধ্যেই একমাত্র মেয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির অফিস সহকারী বাবা এই পর্যন্ত ধার দেনা করে প্রায় ১৩ লাখ টাকা খরচ করেছেন।এখন আর্থিক সংকটের কারণে মেয়ের চিকিৎসার ভার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে।একমাত্র মেয়েকে হারানোর ভয়ে বাবার বুক ফাটা কান্না গোটা ক্যাম্পাস কাঁদছে।
তাঁর পরিবার জানিয়েছেন, কেমোথেরাপি এবং পরবর্তীতে চিকিৎসা অব্যাহত রাখতে দ্রুত সময়ে আরো ১০ লক্ষ টাকার প্র‍য়োজন।ইতোমধ্যে তার সহপাঠিরা জান্নাতের জীবন বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।জান্নাতের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান,দাতব্য প্রতিষ্টান সহ সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার ও সহপাঠিরা।
জান্নাতের চিকিৎসায় সাহায্য পাঠাতে পারেন:
(মাহতাব উদ্দিন- ০১৫২১৩২৯৩১০ বিকাশ পার্সোনাল।শাহাদাত হোসেন- ০১৮৩৫৪২৪৫৩০ বিকাশ পার্সোনাল।শাহেদ- ০১৮৫৫১৬৪১৬৭৭ রকেট পার্সোনাল।)
জান্নাত সম্পর্কিত যে কোন তথ্য জানতে:
জান্নাতের বাবা ০১৮১৫১১১৯২৩, ভাই -০১৮৩৫০৫৭৭৭৫ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments