বাড়িআলোকিত টেকনাফছদ্মবেশ ধারন করলেও মাদক কারবারীদের রেহাই নেই: এস পি মাসুদ

ছদ্মবেশ ধারন করলেও মাদক কারবারীদের রেহাই নেই: এস পি মাসুদ

খাঁন মাহমুদ আইউব, স্টাফ রিপোর্টার।১জুন
মাদক কারবারীরা ভিআইপি, সিআইপি, হাজী, গাজী, কুতুব যতোই প্রভাবশালী নেতার ছদ্মবেশ ধারণ করুক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে।যারা এখনো ভূল পথে রয়েছেন সময় থাকতে ভাল ও সৎপথে ফিরে আসুন।অন্যতায় কার পরিণতি কি হয় এক মাত্র আল্লাহ ছাড়া কেউ জানেনা।কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৌরসভা সহ ৫ ইউনিয়নে মাদক নির্মূল কমিটির কার্যালয় উদ্বোধনকালে জেলা পুলিশ সুপার মাসুদ হোসেন এসব কথা বলেছেন।ছদ্মবেশে থাকা (হোয়াইট কালার) কোন অপরাধীদের স্থান এসব কার্যালয়ে হবেনা।মাদক চোরাচালান, মানব পাচারসহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার ঘোষণা দেন তিনি।
শুক্রবার বিকাল ৩টা হতে টেকনাফ পৌরসভায় শাপলা চত্বর মরকজ মার্কেট, শামলাপুর বাজার মহিলা মার্কেট,হোয়াইক্যং বাজারের জাফর আলম চৌধুরী মার্কেট, হ্নীলা বাসষ্টেশনের কাউন্টারের পূর্ব পাশে আশ্রাফ আলী মার্কেট, সদর ইউনিয়নের পর্যটন বাজার ও সাবরাং বাজার জাহারু মার্কেটে মাদক নির্মূল কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রশাসনিক) ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নাহিদ আদনান তাইয়ান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহিদুল ইসলাম,সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী,টেকনাফ উপজেলা চেয়ারম্যান নূরুল আলম,টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ইউছুপ মনো সহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশ সুপারের বক্তব্য কে স্বাগত জানিয়ে টেকনাফ বাসী আশার আলো দেখছেন।তবে মাদক নির্মূল কমিটির কার্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে স্বজনপ্রীতি,দলীয়করন ছদ্মবেশী মাদক কারবারী দালালদের যেনো সখ্যতা গড়ে না উঠে সেদিকে সংশ্লিষ্টদের গোপন দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধিরা।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments