বাড়িআলোকিত টেকনাফজবানবন্দি শেষে কারাগারে নন্দদুলাল রক্ষিত

জবানবন্দি শেষে কারাগারে নন্দদুলাল রক্ষিত

নিজস্ব প্রতিবেদক

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যায় নিজের সংশ্লিষ্টতা এবং ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়েছেন বরখাস্তকৃত এএসআই নন্দদুলাল। কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি এই বর্ণনা দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিজের জবানবন্দি দেন নন্দদুলাল। মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামী ইন্সপেক্টর লিয়াকত আলী। তিনিও আদালতকে ঘটনার সত্যতা ও নিজের দায় স্বীকার করেছেন। এর মধ্যে দিয়ে সিনহা হত্যা মামলা শীর্ষ দু’জন এবং এপিবিএন তিন সদস্যসহ মোট পাঁচজন স্বাকারোক্তিমুলক জবানবন্দি দিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments