বাড়িসারাদেশটেকনাফে অতিরিক্ত ২০ হাজার ভিজিডি চাউল বরাদ্দ

টেকনাফে অতিরিক্ত ২০ হাজার ভিজিডি চাউল বরাদ্দ

টেকনাফ প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার টেকনাফে হতো দরিদ্র মহিলাদের জন্য ভিজিডি (ভারনারেবল গ্রোথ ডেভেলপমেন্ট) বরাদ্দ বৃদ্ধি করেছে বলে জানা গেছে। বিগত বছরগুলোতে টেকনাফ উপজেলায় ভিজিডি উপকারভোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৬১ জন। তদস্থলে উপকারভোগী আরও ২০ হাজার কার্ড বৃদ্ধি হয়ে আগামী ক্যালেন্ডার বছর হতে দুই বছর ২৩ হাজার ৪৬১ জন দুঃস্থ মহিলা ভিজিডি পাবেন। সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে মেম্বার-মহিলা মেম্বারদের গ্রাম্য রাজনীতির খপ্পরে পড়ে প্রকৃত অসহায়-দরিদ্র মহিলারা বাদ পড়ছে কিনা সেদিকে সকলের সুদৃষ্টি দরকার। স্থানীয় জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি’র আন্তরিক প্রচেষ্টায় রোহিঙ্গাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হিসাবে এ অতিরিক্ত ২০ হাজার দুঃস্থ মহিলাকে ভিজিডি কর্মসুচীর আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে উক্ত অতিরিক্ত বরাদ্দের মেয়াদকাল হচ্ছে ২ বছর। তালিকাভুক্ত দুঃস্থ মহিলারা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন। জানা যায়, আগামী জানুয়ারী ২০১৯ হতে হোয়াইক্যং ইউনিয়নে ৬৬০ জনের স্থলে ৪ হাজার ২০০ জন, হ্নীলা ইউনিয়নে ৬৩০ জনের স্থলে ৪ হাজার জন, টেকনাফ সদর ইউনিয়নে ৬৫০ জনের স্থলে ৫ হাজার ২০০ জন, সাবরাং ইউনিয়নে ৭৬০ জনের স্থলে ৬ হাজার জন, বাহারছড়া ইউনিয়নে ৪৪১ জনের স্থলে ৩ হাজার ২০০ জন এবং সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে ৩২০ জনের স্থলে ৮৬১ জন অতিদরিদ্র মহিলাকে ভিজিডি সহায়তা প্রদানের জন্য চুড়ান্ত করা হয়েছে। যা বিগত সময়ে প্রদত্ত বরাদ্দের চেয়ে ৬ গুণেরও বেশী। ১৯ নভেম্বর রাতে উক্ত তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির বলেন, বিশাল এ কর্মসুচীর সফল বাস্তবায়ন ও সমন্বয় সাধনের জন্য ১৪ নভেম্বর সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একটি টিম টেকনাফে আসেন। তম্মধ্যে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবির, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভিজিডি) মোঃ আবুল কাসেম, জেলা কর্মকর্তা, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসুচীর (ডব্লিউএফপি) প্রতিনিধি। এব্যাপারে ‘খাদ্য নিরাপত্তা-পুষ্টিমান উন্নয়ন ও ভিজিডি প্রকল্পের সমন্বয়’ শীর্ষক টেকনাফ অফিসার্স ক্লাবে এনজিও সংস্থা সুশীলনের সহযোগিতায় এক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান কাজল, সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন’। সভায় বলা হয়, কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের স্থানীয় জনপ্রিয় এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ ও উপজেলা প্রশাসনের আন্তরিকতায় গ্রামীণ অসহায়-দরিদ্র মানুষের জন্য সরকারের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দল-মত এবং গ্রুপিংয়ের উর্ধ্বে উঠে এই মহৎ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসা দরকার। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বেকার হয়ে পড়া টেকনাফের সাধারণ মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই সিদ্ধান্তকে সর্বমহল সাধুবাদ জানিয়েছে। কিন্তু উপজেলার কিছু কিছু এলাকায় কতিপয় মেম্বার পলাতক রয়েছেন। ভোটের সময় বিরুদ্ধে অবস্থান কারণে অনেক দরিদ্র মহিলা এই ভিজিডি প্রকল্প থেকে বাদ পড়ত বলে অভিযোগ ছিল। প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতনমহল সরকারের এই বিপূল পরিমাণ ভিজিডি বরাদ্দের ফলে ক্ষতিগ্রস্ত অসহায়-দরিদ্র সব মহিলাই এই ভিজিডি প্রাপ্তির আওতায় আসবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments