বাড়িআলোকিত টেকনাফটেকনাফে এপিবিএন’র পৃথক অভিযানে অস্ত্র ইয়াবা উদ্ধার; আটক ৫

টেকনাফে এপিবিএন’র পৃথক অভিযানে অস্ত্র ইয়াবা উদ্ধার; আটক ৫

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এবং রঙ্গিখালীতে এপিবিএন’র পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময়  ৫ জনকে আটক করা হয় । এর মধ্যে চারজন রোহিঙ্গা  এবং অপরজন স্থানীয় বলে জানা গেছে।

২৮ ডিসেম্বর  (সোমবার) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা রঙ্গিখালী মৃত জসিমের বসত বাড়িতে অভিযানে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি শাটারগান,৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৭টি সীসা বুলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অপরদিকে, একইদিন বিকাল পৌনে ৫ টার দিকে হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ২৭নং ক্যাম্পের ব্লক–বি,৭নং সেক্টরের শফি উল্লার ছেলে মোঃ সাদেক (২০),ব্লক–বি,সেক্টর–৩ এর মৃত ইব্রাহীমের ছেলে মোঃ সৈয়দ সালাম (২০), ব্লক–বি এর সেক্টর–১ এর মোহাম্মদ নুরের ছেলে কামাল (২৬), ব্লক–বি, ৪নং সেক্টরের লাল মিয়ার ছেলে সামছু আলম (২৮) এবং জাদিমোরার মৃত মিরাজের ছেলে মোহাম্মাদ আলী (২৬) কে আটক করা হয়।

এই ব্যাপারে নিয়মিত মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার ১৬ এপিবিএনের নবাগত অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments