বাড়িআলোকিত টেকনাফটেকনাফে এসি ল্যান্ডের অভিযানে ৫ একর জমি উদ্ধার!

টেকনাফে এসি ল্যান্ডের অভিযানে ৫ একর জমি উদ্ধার!

খাঁন মাহমুদ আইউব,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারের কবল থেকে সরকারী ৫ একর রিজার্ভ জমি উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১১মে) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক অভিযান  পরিচালনা করে।এসময় উপজেলার উত্তর হ্নীলা মৌজার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রিজার্ভ এলাকায় স্থানীয় নাজির হোছন, মোজাহের মিয়া, শফিক ড্রাইভার এবং রহিমের দখলে থাকা ৫ একর সরকারী জমি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।এসময় হোয়াইক্যং বনবিট কর্মকর্তা আতিক আহমদ সহ বন কর্মচারী ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উদ্ধারকৃত জমির মূল্য আনুমানিক ২ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছেন।
সহকারী কমিশনার আবুল মনসুর জানান,দেশ ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি অবৈধ ভাবে রিজার্ভ পাহাড়,খান,নদী দখলদার ভূমি দস্যুরা যতোই শক্তিশালী হোক তা দখল মুক্ত করতে উপজেলা ভূমি প্রশাসন তৎপর রয়েছে এবং দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং আইন-শৃংখলা পরিপন্থী কাজে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments